বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা

surmamail.com

সুরমা মেইল নিউজ  :: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সিলেটের পর্যটন স্পটগুলোর দিকনির্দেশনা সমৃদ্ধ একটি অ্যাপস্ নির্মাণ করা হচ্ছে। আগামী মাসে এই অ্যাপস উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের ওয়েব সাইটে অ্যাপসটি পাওয়া যাবে। পর্যটকরা এখান থেকে সঠিক দিকনির্দেশনা পাবেন।

সভায় বক্তারা আরো বলেন, বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ সিলেটেও বিশাল সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজে লাগাতে হবে। সরকার এসব সম্ভাবনা কাজে লাগাতে আন্তরিকভাবে কাজ করছে।

আলোচনা সভায় আরো জানানো হয়, সিলেটের পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে গোয়াইনঘাটে ৯০ একর জায়গয় ইকো-ট্যুরিজম পার্ক করার প্রস্তাব পাঠানো হয়েছে। সিলেটে অনেক উন্নতমানের হোটেল নির্মাণ হচ্ছে। পুরানা জেলখানায় পার্ক নির্মাণ করা হবে। এজন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে শিগগিরই।

বক্তারা বলেন, পর্যটন একটি শিল্প। বাংলাদেশে পর্যটন বিকাশে সরকার কাজ করছে। বিভিন্ন ক্লাব, ব্যক্তি এ নিয়ে কাজ করছে। পর্যটন শিল্পের বিকাশ না ঘটালে অথনৈতিক উন্নয়ন সাধিত হবে না। এজন্য পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট চেম্বারের পরিচালক এটিএম শোয়েব, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুরিস্ট পুলিশ সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুন নূর, সিলেট হোটেল এন্ড গেস্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি খন্দকার সিপার আহমদ, আটাব‘র সভাপতি আব্দুল জব্বার জলিল। সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে সভায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটক কর্পোরেশন সিলেট অঞ্চলের ব্যবস্থাপক জাহিদ হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, শাহজালাল ট্যুরিস্ট স্যোসাইটির সভাপতি আব্দুল ওয়াদূদ, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com