বিসিকে শ্রমিক খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ: পুলিশের আশ্বাসে প্রত্যাহার

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

বিসিকে শ্রমিক খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ: পুলিশের আশ্বাসে প্রত্যাহার

khadimpara
সুরমা মেইল নিউজ : খাদিমপাড়া শিল্প নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল এন্ড কোম্পানীর দুই শ্রমিক খুনের ঘটনায় সিলেট-তামাবিল সড়কে অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে শতাধিক শ্রমিক সড়কে অবরোধের সৃষ্টি করে। এ কারণে রাস্তার দুই পাশে তিব্র যানজট হয়। শ্রমিক সূত্রে জানায়, এ হত্যাকান্ডের প্রতিবাদ ও নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সকালে সড়ক অবরোধের সৃষ্টি করে খাদিমনগর বিসিক শিল্প নগরীর শ্রমিকরা। এসএমপি’র এডিসি জেদান আল মুসা জানান, বনফুলের মালিকপক্ষ নিহত দুই শ্রমিকের দাফন কাফনের যাবতীয় ব্যয় পরিশোধ এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রধানে সম্মত হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেফতারের প্রচেষ্টা চালাবে পুলিশ। সংশ্লিষ্টদের এমন আশ্বাসে আধা ঘন্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে। এডিসি জেদান আরো জানান, এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে তিনজনকে আটক করেছে। তারা হচ্ছে-পংকি, রকি ও জামাল। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খাদিমপাড়া বিসিক শিল্প নগরীর ভেতরে কয়েক জন যুবক রাজু, আবু ও রাসেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাসেলকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com