বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৫

বিসিবি পরিচালকের পদ হারালেন ফারুক

সুরমামেইল ডেস্ক :
যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে ১০ পরিচালকের আটজনের অনাস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে।

 

বৃহস্পতিবার রাতে ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পরিচালক পদ বাতিল করা হয়।

 

এর আগে ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে বিসিবির পরিচালক মনোনীত করেছিল। তিনি পরিচালক পদ হারানোয় বিসিবি সভাপতির পদে থাকার নায্যতা হারালেন।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন বিসিবির ৮ (সংখ্যাগরিষ্ট) পরিচালক। তাদের অনাস্থা আমলে নিয়ে ও বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হলো।

 

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সভায় কে সভাপতিত্ব করবেন সেটাই দেখার বিষয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com