সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : নকশালপন্থি মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ভারতের বিহার রাজ্যে আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র কমান্ডো ব্যাটেলিয়ন কোবরা’র ১০ কমান্ডো এবং গুলি বিনিময়ে ৪ নকশালপন্থি নিহত হয়েছে। সোমবার রাতে বিহারের আওরঙ্গবাদের জঙ্গলে এ ঘটনা ঘটেছে।
রাস্তায় পেতে রাখা বোমা দিয়ে ‘কোবরার’ কমান্ডোদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এরপরই দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। ‘কোবরা’ সদস্যের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলায় ‘কোবরা’ ব্যাটেলিয়ন বেশ বড় ধরণের ক্ষতির শিকার হয়েছে। এ বাহিনীকে জঙ্গল যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দিয়েই গড়ে তোলা হয়েছে বলে জানানো হয়েছে। এনডিটিভি।
Design and developed by ওয়েব হোম বিডি