সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিয়ানীবাজার উপজেলার দুবাগবাজারে অগ্নীকান্ডের ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে রায়হান মিয়ার ঘরে দুঘটনাটি ঘটে।
বিশাল এ ঘরটিতে খুচরা সবজি ব্যাবসায়ীরা তাদের মালামাল রাখতো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, কেরোসিনের বাতি থেকে আগুন লাগতে পারে।
খবর পেয়ে দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান- বাজার পাহারদাররা তাকে এবং বিয়ানীবাজার ফায়ার সার্ভিসকে অগ্নীকান্ডের সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এতে ঐ দোকান কোঠাসহ মালামালের ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি