সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ অঞ্চলে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বড় ভাই কাদির আহমেদের কুড়ালের আঘাতে ছোট ভাই আদিল আহমদের (২৫) মৃত্যু হয়।
স্থানীয়রা জানান- নিহত আদিল আহমদ স্থানীয়ভাবে ফুটবল খেলতেন। তিনি এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। পরিবারিক কলহের জেরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিরিন বেগম বলেন, বুধবার বিকেলের দিকে তারা আহত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ধারালো অস্ত্রের আঘাতে মাথা দ্বিখণ্ড হয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণে সিলেট নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। ময়না-তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি