বিয়ানীবাজারে স্বামীর দায়ের কূপে স্ত্রী খুন অতঃপর আত্মসমর্পন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

বিয়ানীবাজারে স্বামীর দায়ের কূপে স্ত্রী খুন অতঃপর আত্মসমর্পন

Manual3 Ad Code

download (2)

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেটের বিয়ানীবাজারে পাষণ্ড স্বামীর দায়ের কূপে প্রাণ হারিয়েছে স্ত্রী। পরে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন। রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা আক্তার (২৪)। আটক নিহতের স্বামী শিব্বির আহমদ (৩৬)। তারা বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামে নিমার আলীর বাসার ভাড়াটিয়া। বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই জিতেন্দ্র বলেন, রবিবার বিকেল ৩টার দিকে শিব্বির থানায় এসে স্ত্রীকে খুন করেছেন বলে জানান। তখন তার মানষিক অবস্থা অস্বাভাবিক মনে হওয়ায় আমরা তাকে আটক করি। পরে খোঁজ খবর নিয়ে খুনের ঘটনার সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘাতক শিব্বির শ্রীধরা বাজারে চৌকিদারের দায়িত্বে ছিলেন। নিহত আয়শা তার ২য় স্ত্রী। ওই স্ত্রীর সংসারে কোন সন্তানাদি ছিলনা। ১ম স্ত্রীর সাথে তার বনিবনা না থাকলেও সন্তানদের সাথে সম্পর্ক ছিল। তারা শ্রীধরা বাজারের হাজী নিমার আলীর বাসায় ভাড়া থাকতো। ওই বাসায় আরো ভাড়াটিয়া ছিলেন। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবের আহমদ বলেন, হত্যাকান্ডের স্বীকারোক্তির দেয়ায় শিব্বির আহমদকে আটক করা হয়েছে। নিহতের শরীরে দায়ের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। তবে কি কারনে হত্যাকান্ড, তা এখনই জানা যায়নি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code