বিয়ানীবাজারে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬

বিয়ানীবাজারে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Untitled-1
সুরমা মেইল নিউজ : সিলেট জেলার বিয়ানীবাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার সদরের রয়েল তান্দুরী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, ফুলকলিকে ৫ হাজার টাকা, স্বাদকে ২ হাজার টাকা, রাজমহল ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা, ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা ও জহির ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন বিয়ানীবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা আহমদ কবীর খান, স্যানিটারি ইন্সপেক্টার ও বিয়ানীবাজার থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com