বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাটে ১৮ বিদ্রোহী বহিষ্কার

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাটে ১৮ বিদ্রোহী বহিষ্কার

download (1)

সুরমা মেইল নিউজ : দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দলের ১৮ বিদ্রোহীকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

বিয়ানীবাজার: উপজেলা ছয়টি ইউনিয়নে  দলের নির্দেশ অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় ইউনিয়নে আটজন চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, দুবাগবাজার ইউনিয়নে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, কুড়ারবাজার ইউনিয়নে ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতা, মুড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওহিদুর রেজা মাসুম ও আব্দুল হাসিব, তিলপাড়া ইউনিয়নে ইসলাম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নে আব্দুল কাদির ও জাকারিয়া আহমদ জাকার এবং লাউতা ইউনিয়নে উপজেলা যুবলীগ নেতা গৌছ উদ্দিন।

জকিগঞ্জ: জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে সালেহ আহমদ, খলাছড়া ইউনিয়নে আব্দুল গফুর ও মাসুক আহমদ, কাজলসার ইউনিয়নে জহিরুল হক খছরু, আতিকুল ইসলাম মনি ও আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউনিয়নে জামাল উদ্দিন এবং কসকনকপুর ইউনিয়নে আলতাফ উদ্দিন লস্কর।

গোয়াইনঘাট: গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে ইয়াকুব আলীকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কৃত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে। দলের বিদ্রোহী প্রার্থীদের হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের যেসব নেতাকর্মী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন-তাদের বিরুদ্ধেও শিগগিরই দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com