বিয়ানীবাজার থেকে বিদেশী মদসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

বিয়ানীবাজার থেকে বিদেশী মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার থেকে বিদেশী মদসহ ফজলুর রহমান (৪৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন পূর্ব ঘুঙ্গাদীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ বোতল অফিসার্স চয়েজ মদ ও ১টি মোবাইল সেট উদ্ধার ও জব্দ করে র‌্যাব।

 

ফজলুর রহমান (৪৮) বিয়ানীবাজার থানা এলাকার পূর্ব ঘুঙ্গাদীয়া গ্রামের মো: আজির উদ্দিনের ছেলে।

 

রোববার (২৮ জুন) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, এর উপ-অধিনায়ক মেজর মো: শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনসহ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানাধীন পূর্ব ঘুঙ্গাদীয়া এলাকা থেকে পেশাদার মাদক বিক্রেতা ফয়জুর রহমানকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com