বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলা: নিহত ২০

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

বিয়ের অনুষ্ঠানে আইএসের বোমা হামলা: নিহত ২০
%e0%a7%a7%e0%a7%aa
আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার হাসাকা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আইএসের আত্মঘাতী বোমা হামলায় বরসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০ জন।সোমবার হাসাকা শহরের তাল তাওইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  তবে সরকারি বার্তা সংস্থা জানায়, নিহতের সংখ্যা ৩০।
ইতোমধ্যে এক টুইটবার্তায় এ হামলার দায় স্বীকার করে কাতারভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আইএসের বার্তা সংস্থা আমাক থেকে জানানো হয়, একজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালায়। তবে বিস্তারিত কিছু জানায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন হামলাকারী একজন নারী ছিলেন। রয়টার্স
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com