বিয়ের সার্টিফিকেট পেলেন রণবীর কপুর

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬

বিয়ের সার্টিফিকেট পেলেন রণবীর কপুর

vvvv
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর কাকে বিয়ে করবেন, সে ব্যাপারে রণবীর যেটা ভালো বুঝবে সেটাই করবে।’ সম্প্রতি এভাবেই রণবীরের বিয়ের ব্যাপারে ছাড়পত্র দিয়ে দিলেন তাঁর বাবা ঋষি কাপুর। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ‘রণবীর এখন মোটেই ছোট নেই। তার বয়স ৩৩ বছর হয়ে গেছে। তাই এখন তার বিয়ে করে নেওয়া উচিত।’ তবে রণবীর কাকে বিয়ে করবেন, সে ব্যাপারে মোটেই মাথা ঘামাতে চান না তাঁর বাবা ঋষি কাপুর। জানিয়ে দিলেন, ‘রণবীর কাকে বিয়ে করবে, কার সঙ্গে সংসার করবে, সেটা পুরোটাই ওর ওপর নির্ভর করছে।’ এদিকে, রণবীর-ক্যাটরিনা সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা চলছে। শোনা যাচ্ছে, যে ফ্ল্যাটে রণবীর-ক্যাটরিনা থাকতেন, সেই ফ্ল্যাট নাকি ছেড়ে চলে এসেছেন রণবীর। যদিও এ বিষয়ে রণবীর কিংবা ক্যাটরিনা কেউই কোনোরকম মুখ খোলেননি। অবশ্য ছেলে রণবীরের সঙ্গে ক্যাটরিনার প্রেম-ভালোবাসার সম্পর্ক নিয়ে একদমই মাথা গলাতে চান না বাবা ঋষি কাপুর। বরং ছেলে রণবীরের প্রেম-বিয়ে প্রসঙ্গ উঠতেই কথায় কথায় নিজের জীবনের কথাও জানাতে ভুললেন না ঋষি কাপুর। বললেন, ‘আমি নিজে যখন বিয়ে করেছিলাম তখন বিয়ের ব্যাপারে বাবাকে কিছুই জানাইনি। বিয়ের পর শুধু মা-বাবার আশীর্বাদ নিতে গিয়েছিলাম।’ একই রকমভাবে রণবীরের ক্ষেত্রেও তাঁর মা-বাবার সম্মতির প্রয়োজন নেই বলেই মনে করেন ঋষি কাপুর। তবে বিয়ের ব্যাপারে রণবীরের মা-বাবার সম্মতির প্রয়োজন না হলেও বিয়ের পর মা-বাবার আশীর্বাদ নেওয়ার কিন্তু প্রয়োজন আছে বলেও মনে করেন ঋষি কাপুর।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com