বিয়ে না হলেও অন্তত তিন-চারটে সন্তান চাই

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

বিয়ে না হলেও অন্তত তিন-চারটে সন্তান চাই

khan

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর ৫০ বছরের স্ট্রং ম্যান ভাইজান। এবার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখে বাধ্য হয়ে এবার মুখ খুললেন তিনি। বললেন, বিয়ে তো করতেই চাই, তবে পাত্রী কোথায়?

বিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে কবুল করলেন খোদ ভাইজান। তাঁর কথায়, প্রথম দিকে ভাবতাম আমার বিয়ে করার বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনও অপশন নেই।

বোন অর্পিতা খানের বিয়ের পর বদলে দিয়েছে সালমানের বিয়ে সংক্রান্ত ধারণা। গতকালই তিনি পুনের একটি কলেজে গিয়ে বলেছেন, ‘‘বিয়ে না হলেও অন্তত তিন-চারটে সন্তান আমার চাই।”

সুতরাং বোঝাই যাচ্ছে বিয়ের করার জন্য তৈরি সাল্লু মিঞা। কিন্তু প্রশ্ন হল, পাত্রী কে হবেন?

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com