বিয়ে নিয়ে মন্তব্য সালমানের !

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

বিয়ে নিয়ে মন্তব্য সালমানের !
salman
সুরমা মেইলঃ একে একে পার হয়ে গেছে ৪৯ বছর। কিন্তু বিয়ের পথ মাড়াননি বলিউড অভিনেতা সালমান খান। এদিকে রুমানিয়ার  লুলিয়া ভানটুরের সঙ্গে সালমান খানের  বাগদানের গুজব নিয়ে গণমাধ্যমে তোলপাড় হয়ে শুরু হয়েছে। প্রথমে মুখ না খুললেও অবশেষে এই প্রসঙ্গে সালমান বলেছেন, বিয়ে নিয়ে সবার আগ্রহ উপভোগ করেন তিনি।
শেষে অবশ্য জানিয়েছেন, ইউলিয়ার এক বন্ধু আছে। তার নামও লুলিয়া। সেই দ্বিতীয় লুলিয়ার নাকি বাগদান হয়ে গেছে। সংশয় ও গুজবের সৃষ্টিটাও সেখান থেকেই হয়েছে বলে মনে করেন সালমান। জানিয়েছে  ভারতীয় গণমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
এর আগে, খান সাহেব তার বোন অর্পিতার বিয়েতে  লুলিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই ছবি শোভা পেয়েছিলো সামাজিক যোগাযোগ সাইটে। ২০১১ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে ‘এক থ্যা টাইগারে’র শুটিংয়ের সময় সামলানের সঙ্গে দেখা করেন লুলিয়া ভানটুর।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com