সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বুকারজয়ী লেখক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরই তাকে হাসপাতাল নেয়া হয়েছে। সাবেক এই বুকার পুরস্কার জয়ী চুয়াকুয়া ইনস্টিটিউটে বক্তব্য দেওয়ার সময় এ হামলার শিকার হন সালমান রুশদি।
শুক্রবার শতকা ইনস্টিটিউশনে ভাষণ দেওয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির ওপর হামলা চালায় এক দুষ্কৃতকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঐ প্রতিবেদনে বলা হয়, ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এর মধ্যেই এ ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যখনই তিনি মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন তখন তার পাশ থেকে একজন ব্যক্তি তাকে ঘুষি মেরে ছুরি দিয়ে হামলা চালায়।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনার পরপরই মঞ্চে ছুটে আসছেন অংশগ্রহণকারীরা। সালমান রুশদীর অবস্থা কি, তা বোঝা যাচ্ছে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত এই লেখককে হত্যার জন্য অনেক আগে ৩ মিলিয়ন ডলার ঘোষণা দেয় ইরান।
ব্রিটিশ-ভারতীয় এই লেখক যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। হত্যার হুমকির পরই তাকে সব সময় পুলিশি পাহারায় রাখা হয়। এই লেখকের প্রায় ডজন খানের বই প্রকাশিত হয়েছে।
২০০৭ সালে যুক্তরাজ্য তাকে নাইট উপাধি দেওয়ায় মুসলিম বিশ্ব থেকে ব্যাপকভাবে এর প্রতিবাদ জানানো হয়।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি