বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা চেষ্টা

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাউখালীতে এক পুলিশ কনস্টেবল নিজের সার্ভিস রাইফেল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার নাম মোতাহার হোসেন (২৬)।

 

পুলিশ ও হাসপাতাল সুত্র জানিয়েছে, পারিবারিক কলহের জেরে কাউখালীস্থ বেতবুনিয়া টিএনটি পুলিশ ক্যাম্পে কর্মরত কং নং-২৮৭৬ মোতাহার হোসেন নিজের সার্ভিস রাইফেল বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালায়। শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দায়িত্বরত অবস্থায় তিনি এ ঘটনা ঘটান। ঘটনার পরপরই তার সহকর্মীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

আত্মহত্যা চেষ্টায় আহত পুলিশ কনস্টেবল খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মধ্যমনা পাড়ার শীষ মোহাম্মদ’র ছেলে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

কাউখালী থানার অভিসার মোহাম্মদ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাইনিজ রাইফেলের গুলি সামনে দিয়ে ঢুকে পিছন দিকে বেরিয়ে গেছে। এই কনস্টেবলকে নিয়ে সারারাত মেডিকেলে কাটালান। আল্লাহর রহমতে তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল।

 

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com