সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
সুরমা মেইল ডেস্ক : সোমবার (২৯ তারিখ) সকাল নয়টার দিকে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ ব্যাকগেয়ারে ঘুরার সময় মর্নিং বার্ডের সাথে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিস কর্মীরা জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে, তার কাছাকাছি এলাকায় নদীর মাঝখানে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, দুই লঞ্চের কর্মীদের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা মনে করছেন।
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে ৩০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এসময় মৃত ব্যক্তিদের আত্নীয় স্বজনদের কান্না ও আহাজারীতে আসে পাশের এলাকা ভারী হয়ে উঠে। লঞ্চের ভেতরে আর কোন লাশ আছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি