বৃদ্ধা শাশুড়িকে খুন করে দাপাত্তা বউ

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

বৃদ্ধা শাশুড়িকে খুন করে দাপাত্তা বউ

sasori

সুরমা মেইল নিউজ : সাভারে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ শাশুড়িকে কুপিয়ে খুন করে পালিয়েছে পুত্রবধূ। নিহত সুফিয়া বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভারের ১ নম্বর কলমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক দেলোয়ারা বেগমকে খুঁজছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানিয়েছেন- স্থানীয়দের খবরের ভিত্তিতে কলমা এলাকা থেকে সুফিয়া বেগম নামে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন- ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃতের ছেলের বউ দেলোয়ারা বেগম কুপিয়ে তার শাশুড়িকে খুন করে পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের দাবি- বাড়িতে কেউ ছিল না, এ সুযোগে দেলোয়ারা বেগম শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তাকে খুন করে পালিয়ে যান। অনেকদিন ধরেই জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। এর জেরেই খুন করেছেন দেলোয়ারা বেগম। অভিযুক্ত দেলোয়ারা একই উপজেলার শ্যামাইদা গ্রামের জালাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় সুফিয়া বেগমের ছেলে ও ঘাতক স্ত্রীর স্বামী আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। তারা জানিয়েছেন- মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com