বেবোর সুপার ওম্যান শর্মিলা ঠাকুর

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫

বেবোর সুপার ওম্যান শর্মিলা ঠাকুর

bebo-sharmila-big

সুরমা মেইলঃশাশুড়ি শর্মিলার জয়গান গাইতে গিয়ে তাকে সুপার ওম্যান বানিয়ে দিলেন বেবো। নবাব পরিবারে আসার পর থেকেই নাকি কারিনা মজেছেন শাশুড়ির গুনগানে।
কারিনা বলেছেন, ‘আমার চোখে শাশুড়ি আম্মা চিরদিন বেগম থেকে যাবেন। তিনি সংসার বেঁধেছিলেন, ঘর গুছিয়েছেন, আবার তিন সন্তানকে লালন-পালনও করেছেন। নাচ-গান নির্ভর চেনা গন্ডির বাইরে দর্শককে ভাবাবে এমন ছবিতে কাজ করেছেন আমার শাশুড়ি। তিনি বরাবরই সবকিছুতে ভারসাম্য বজায় রেখে চলেন। আমার চোখে তাকে এখনও দারুণ ঝলমলে মনে হয়। নবাব পরিবারে আসার পর তার দিকেই আঠার মতো লেগে আছি! তাকে রোজই নানানভাবে দেখি। তাই আমার চোখে আজীবনই এমন থাকবেন তিনি।’

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com