বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর  ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত

DSC_0366

সুরমা মেইলঃ অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। । আর কিছুক্ষণ পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানানো হবে ।

উল্লেখ্য আজকের সভায় কয়েকজন মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ ও চলমান আন্দোলনের বিষয়টি তোলেন। পরে প্রধানমন্ত্রী ভ্যাট প্রত্যাহার করার পক্ষে মত দেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, ভ্যাট প্রত্যাহারের বিষয় নিয়ে দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com