বেড়াতে এসে সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

বেড়াতে এসে সিলেট নগরীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক দম্পতি

download (1)

সুরমা মেইল নিউজ : সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন জিটিভি’র ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার রুহুল আমিন তুহিন ও তার স্ত্রী। শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সাংবাদিক দম্পতি ছিনতাইয়ের শিকার হন।

রুহুল আমিন তুহিন সিলেট জানান, বেড়ানোর জন্য স্ত্রীকে নিয়ে সিলেট এসেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজি অটোরিকশায় বসে থাকা অবস্থায় এক ছিনতাইকারী টান দিয়ে তার স্ত্রীর হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ওই ব্যাগে একটি আইফোন, দশ হাজার টাকা এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল।

নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com