বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নেমেছে (সিসিক)

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নেমেছে (সিসিক)

City

সুরমা মেইল নিউজ : বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানের প্রথম দিন বুধবার সিটি পয়েন্ট, তালতলা এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় দুটি মোটর সাইকেলের আরোহী, ৭টি সিএনজি অটোরিকশা ও একটি রিকশার চালককে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের আরডিসি (রেভিনিউ) মোঃ মাসুম বিল্লাহ ও এনডিসি (নেজারত) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার মোঃ আব্দুল আজিজ, ডেপুটি ট্যাক্সেসন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, মেট্রোপলিটন পুলিশের এস আই মহিউদ্দিন প্রমুখ।

এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এর আগেও অনুমোদনবিহীন ও বৈধ কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় এই অভিযান করা হয়েছে। বৈধ কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com