সিলেট ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি সামরিক চেকপয়েন্ট বোমা হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদের ইউসুফিয়া এলাকার একটি সামরিক চেকপয়েন্টকে লক্ষ্য করে আজ (বুধবার) এ হামলা চালানো হয়।
বিস্ফোরক বাধা বেল্ট নিয়ে এক আত্মঘাতী এ হামলা চালায়। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি কিন্তু উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।
এদিকে, ইরাকের সামরিক বাহিনী আল-আনবার প্রদেশের রামাদি শহরের আলবু রিশাহ এলাকায় বিশাল অভিযান চালিয়েছে। এতে কয়েকজন সহযোগীসহ ফুয়াদ আয-জিয়াবি নামে দায়েশের এক সিনিয়র কমান্ডার নিহত হয়।
অন্যদিকে, ফালুজা শহরের দক্ষিণে রেসালাহ ও খাদরাহ এলাকা পুনর্দখল করতে সমর্থ হয়েছে ইরাকি বাহিনী। এর বাইরে ফালুজা শহরের আরো কয়েকটি এলাকা দখল করেছে ইরাকি সেনারা। এসব অভিযানে বহু দায়েশ মারা গেছে। ভিন্ন এক খবরে জানা গেছে, মসুল শহরে দায়েশ সন্ত্রাসীরা ১৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি