বোমায় ৭ ইরাকি সেনা নিহত অভিযানে দায়েশ কমান্ডারের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৬

বোমায় ৭ ইরাকি সেনা নিহত অভিযানে দায়েশ কমান্ডারের মৃত্যু

Manual8 Ad Code

download (5)

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি সামরিক চেকপয়েন্ট বোমা হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদের ইউসুফিয়া এলাকার একটি সামরিক চেকপয়েন্টকে লক্ষ্য করে আজ (বুধবার) এ হামলা চালানো হয়।

বিস্ফোরক বাধা বেল্ট নিয়ে এক আত্মঘাতী এ হামলা চালায়। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি কিন্তু উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।

এদিকে, ইরাকের সামরিক বাহিনী আল-আনবার প্রদেশের রামাদি শহরের আলবু রিশাহ এলাকায় বিশাল অভিযান চালিয়েছে। এতে কয়েকজন সহযোগীসহ ফুয়াদ আয-জিয়াবি নামে দায়েশের এক সিনিয়র কমান্ডার নিহত হয়।

Manual4 Ad Code

অন্যদিকে, ফালুজা শহরের দক্ষিণে রেসালাহ ও খাদরাহ এলাকা পুনর্দখল করতে সমর্থ হয়েছে ইরাকি বাহিনী। এর বাইরে ফালুজা শহরের আরো কয়েকটি এলাকা দখল করেছে ইরাকি সেনারা। এসব অভিযানে বহু দায়েশ মারা গেছে। ভিন্ন এক খবরে জানা গেছে, মসুল শহরে দায়েশ সন্ত্রাসীরা ১৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code