বোলারদের আতঙ্কের নাম ক্রিস গেইল

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

বোলারদের আতঙ্কের নাম ক্রিস গেইল
ক্রিস গেইল

ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : বোলারদের আতঙ্কের নাম ক্রিস গেইল। যেদিন ব্যাট হাতে ঝড় তোলেন, সেদিন কোনো বোলারকেই পাত্তা দেন না। কত বলই গ্যালারির দর্শকদের উপহার তা তিনি নিজেই জানেন না। ঘরোয়া ও আন্তর্জাতিক টি২০তে ৪২.৭০ গড়ে করেছেন ৮৮৪০ রান। এর মধ্যে রয়েছে ১৭টি সেঞ্চুরি। আছে ৫৫টি ফিফটি। চাট্টিখানি কথা নয়। আইপিএলের সেই গেইলই কি না গত পাঁচ ম্যাচ ধরে রান করতে পারছেন না এটা দর্শক মানতে নারাজ !

আইপিএলের এই নবম আসরে আসল চেহারা উপস্তাপন করতে পারছে না তিনি। তার পরও গেইলকে নিয়ে চিন্তিত নন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন- টুর্নামেন্টের কোনো না ম্যাচে রানে ফিরবে গেইল। যেদিন দরকার হবে, সেদিন কি না একটি সেঞ্চুরিই করে বসেন গেইল। এবারের আইপিএলের প্রথম দুই ম্যাচে হার্ড হিটার এই ব্যাটসম্যান করেছেন যথাক্রমে ১ ও ০। যা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের নামের পাশে সত্যিই বেমানান। তাই প্রশ্ন উঠেছে গেইলের ফর্ম নিয়ে। উত্তরটা কোহলি দিলেন এভাবে। গেইলকে নিয়ে চিন্তিত নই আমি। বাকিরা ভালো করছে। ক্রিকেট তো আসলে সেটাই। কেউ না পারলে, বাকিদের সেই সুযোগটা নিতে হয়। দেখা যাবে, যেদিন আমাদের দরকার হবে, সেদিনই একটা সেঞ্চুরি করে দিল গেইল!

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com