সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ আইসিসির টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দুর্দান্ত পারফরম্যান্স করায় র্যাংকিংয়ে তার এই উন্নতি হয়েছে।
লর্ডস টেস্টে ইয়াসির শাহ ১০ উইকেট শিকার করেছেন। তার বোলিং ঘূর্ণিতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধ্বস নামে। তাতে পাকিস্তান ৭৫ রানে জিতেছে।
ইয়াসির শাহ এখন পর্যন্ত টেস্টে ১৩ ম্যাচে ৮৬ উইকেট শিকার করেছেন। ফলে ১২০ বছরের পুরনো দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন। ১৮৯৬ সালে ১৬ টেস্ট খেলে টেস্টে উইকেটের সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জর্জ লোহমান।
পাকিস্তানের সাবেক কিংবদন্তী বোলার মুশতাক আহমেদের পর প্রথম পাক বোলার হিসেবে টেস্টে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন ইয়াসির শাহ। মুশতাক ১৯৯৬ সালে এক নম্বর স্থান দখল করেছিলেন। এদিকে রিস্ট স্পিনারদের মধ্যে শীর্ষস্থান দখল করা সর্বশেষ বোলার ছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ২০০৫ সালে র্যাংকিংয়ে সবার উপরে অবস্থান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন এত দিন শীর্ষ স্থান ধরে রেখেছিলেন। কিন্তু ইনজুরির কারণে লর্ডস টেস্টে মাঠে নামতে পারেননি। এখন তিন নম্বরে নেমে গেছেন। ৮৭৮ রেটিং পয়েন্ট অর্জন করা ইয়াসিরের পরের স্থানে আছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৮৭১। ৮৬৮ পয়েন্ট থাকা অ্যান্ডারসনের পরের স্থানে আছে আরেক ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রড। পাকিস্তানের বিপক্ষে চমৎকার বোলিং করে মোট ৮৫৯ পয়েন্ট অর্জন করেছেন তিনি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি