ব্যাংকের অর্থ চুরি, সমগ্র জাতি জানতে চায়: ফখরুল

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬

ব্যাংকের অর্থ চুরি, সমগ্র জাতি জানতে চায়: ফখরুল

images

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে জাতির সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এ দল মনে করে, রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার যথাযথ তদন্ত করে তা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সমগ্র জাতি জানতে চায়, কারা এই লুণ্ঠনের সাথে জড়িত, কিভাবে এই ঘটনা ঘটলো। সরকার কোনভাবেই কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার দায় এড়াতে পারে না। এ পর্যন্ত চুরির ঘটনার কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তারা দিতে পারেনি।

সংবাদ সম্মেলনে ব্যাংকের অর্থ চুরির বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিমত ও মতামতের উপর ভিত্তি করে তৈরি একটি গবেষণালব্ধ প্রতিবেদন তুলে ধরেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্যামা ওবায়েদ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com