ব্যাচলারের মায়ের সঙ্গে কে এই বিদেশিনী?

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

ব্যাচলারের মায়ের সঙ্গে কে এই বিদেশিনী?

7e1c9402de6592e06836c067678ec0ae

বিনোদন ডেস্ক : এই বছরের শেষেই সালমানের বিয়ে হতে চলেছে বলে জল্পনা ছড়িয়েছিল। তারপরেও সালমানের মুখ থেকে কিছু শোনা যায়নি। এরপরেও কি তিনি চুপ করে থাকতে পারবেন? এখনও কি সালমান খান বলবেন তিনি ‘সিঙ্গল’। মুম্বই বিমানবন্দরে ধরা পড়া কয়েকটি ছবি অবশ্য সালমানের দাবির স্বপক্ষে যাচ্ছে না। রোমানিয়ার অভিনেত্রী-মডেল লুলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিলই। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা গিয়েছে লুলিয়াকে। সালমা খানের  হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই ছবি অনলাইনে ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। আর তার পর থেকেই সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও এই ছবি নিয়ে সালমান অথবা লুলিয়া কেউই মুখ খোলেননি। তাহলে আনুষ্ঠানিক ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা? সত্যিই কি লুলিয়ার সঙ্গে সালমানের চারহাত এক হতে চলেছে? অপেক্ষায় সালমান-ফ্যানরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com