সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
টসের সময় লিটন কুমার দাস বলেছিলেন, ১৮০ রানের নিচে যে কোনো টার্গেট তাড়া করার মতো হবে। কিন্তু ব্যাট হাতে দেড়শ রানের লক্ষ্যও তাড়া করতে পারলেন না তারা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ফের ব্যাটিং ব্যর্থতায় ১৫০ রানের লক্ষ্যে মাত্র ১৩৫ রানে থামল বাংলাদেশ। ১৪ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টিতে টানা ৭ সিরিজ হারের পর অবশেষে কোনো সিরিজ জিততে পারল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা ৪ সিরিজ জয়ের পর অবশেষে হেরে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন তাই কেবলই নিয়মরক্ষার।
রান তাড়ায় শুরুতেই জীবন পান সাইফ হাসান। কিন্তু কাজে লাগাতে পারেননি। চতুর্থ ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। পরে পাওয়ার প্লের শেষ বলে লিটন কুমার দাসের ক্যাচ ছাড়েন শেরফান রাদারফোর্ড।
বাংলাদেশ অধিনায়কও কাজে লাগাতে পারেননি সুযোগ। ২০ রানে জীবন পেয়ে ২৩ রানে আউট হয়ে যান অভিজ্ঞ ব্যাটার। একই দশা হয় তাওহিদ হৃদয়ের। ৫ রানে জীবন পেলেও ১২ রানের বেশি করতে পারেননি মিডল-অর্ডার ব্যাটার।
একপ্রান্ত আগলে রেখে ৩টি করে চার-ছক্কায় ৩৮ বলে ফিফটি করেন তামিম। তার ইনিংসেও অবশ্য ছিল ভাগ্যের ছোঁয়া। ৪৪ রানে থাকতে আকিল হোসেনের বলে ডিপ মিড উইকেটে তার লোপ্পা ক্যাচ ছেড়ে দেন আলিক আথানেজ।
জীবন পেয়ে ফিফটি করলেও কাজ শেষ করতে পারেননি তামিম। ১৮তম ওভারে রোমারিও শেফার্ডের বলে ক্যাচ আউট হন বাঁহাতি ওপেনার। ৪৮ বলে তিনি করেন ৬১ রান। ওই ওভারের শেষ বলে ফিরে যান ১৮ বলে ১৭ রান করা জাকের আলি অনিকও।
দুই ওভারে ২৬ রানের সমীকরণে প্রথম বলেই শামীম হোসেনকে বোল্ড করে দেন হোল্ডার। ওই ওভারে তিনি খরচ করেন মাত্র ৫ রান।
শেষ ওভারে ২১ রানের সমীকরণে ৬ রানের বেশি খরচ করেননি আকিল। উল্টো ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন আকিল ও রোমারিও শেফার্ড। জেসন হোল্ডারের শিকার ২ উইকেট।
অথচ ম্যাচের প্রথমভাগে আলিক আথানেজ ও শাই হোপের শতরানের জুটিতে এক পর্যায়ে ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৫। সেখান থেকে পরের ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৪৪ রান করতে পারে সফরকারীরা।
১২ থেকে ১৫ ওভার পর্যন্ত মাত্র ১৪ রান খরচ করে ৫ উইকেট নেয় বাংলাদেশ। যেখানে ১ উইকেটে ১০৬ থেকে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় ক্যারিবিয়ানরা। অর্থাৎ মাত্র ১২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।
ম্যাচের প্রথম বলে তানজিম হাসান সাকিবের বলে ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন লিটন। তবে কিংকে টিকতে দেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই ক্যাচ আউট হয়ে যান ৪ বলে ১ রান করা ক্যারিবিয়ান ওপেনার।
এরপর শুরু হয় হোপ ও আথানেজের তাণ্ডব। দুজন মিলে ১১তম ওভারে উইন্ডিজের একশ পূর্ণ করে দেন। মাত্র ৩০ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন আথানেজ। হোপের অষ্টম ফিফটিও আসে ঠিক ৩০ বলেই।
১২তম ওভারে আথানেজকে ফিরিয়ে ১০৫ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। পরের বলে শেরফান রাদারফোর্ডকেও বোল্ড করেন বাঁহাতি স্পিনার। তবে হ্যাটট্রিক তিনি করতে পারেননি। পরের ওভারে আরেক সেট ব্যাটার শাই হোপকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন মোস্তাফিজ।
এরপর উইকেট শিকারে যোগ দেন রিশাদ। ১৫তম ওভারে চার বলের মধ্যে ফিরে যান রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার।
সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন রোমারিও শেফার্ড ও রস্টোন চেজ। তবে রানের গতি তারা বাড়াতে ব্যর্থ হন। ২৬ রানের জুটি গড়তে তারা দুজন খেলেন ২৭ বল।
ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে শেফার্ড ও খ্যারি পিয়েরেকে আউট করেন মোস্তাফিজ। তিনিও হ্যাটট্রিক করতে পারেননি। সব মিলিয়ে শেষ ৬ ওভারে মাত্র দুইটি বাউন্ডারি মারতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের শিকার ২টি করে উইকেট। সাফল্য না পেলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, চেজ ১৭*, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মোস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তামিম ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, সাকিব ৮*, নাসুম ২; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেজ ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়েরে ১-০-১৩-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে এগিয়ে
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি