আমরা সাধারণত রান্না করা, আপ্পায়ন ও খাওয়ার সময় চামচ ব্যবহার করে থাকি। কিন্তু চামচ কি শুধু খেতেই সাহায্য করে? মানব জীবনে ধাতব এই বস্তুটির কিন্তু আরো অনেক গুরুত্ব রয়েছে। ব্রণ থেকে চোখের ফোলা ভাব কমাতে যেমন এর জুড়ি মেলা ভার, তেমনই এই চামচই আপনাকে আরো আকর্ষণীয় করে তুলতেও অনবদ্য। তাহলে জেনে নিন চামচের কী কী গুণ আছে-
ব্রণ সারাতে: চামচ দিয়ে কখনো ব্রণ সারানোর চেষ্টা করেছেন? না করলে চেষ্টা করে দেখুন একবার। ঈষৎ উষ্ণ জলে প্রথমে চামচ ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। জলের তাপমাত্রা পেয়ে গেলে চামচের উল্টো দিক ব্রণের উপরে রাখুন। চামচটা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত এই ভাবেই রাখবেন।
চোখের ফোলাভাব কমাতে: সারা রাত দু’টো চামচ ফ্রিজে রেখে দিন। সকালে চামচের পিছনের দিক দিয়ে চোখের নীচের অংশের ফোলাভাবের উপরে হালকা চাপ দিয়ে চামচ দু’টিকে নাকের দিক থেকে বাইরের দিকে নিয়ে আসুন। চোখের নীচে জমে থাকা জল সরে যাবে এবং ফোলাভাব কমবে।
চোখকে আকর্ষণীয় করতে: মাস্কারা প়ড়ার সময় একটা চামচ নীচে রাখুন। এতে চোখের চারপাশে লেগে যাওয়ার ঝুঁকি থাকে না। সহজে খুব সুন্দরভাবে মাস্কারা লাগানো যায়, একই ভাবে উপরের চোখের পাতায় মাস্কারা লাগানোর সময়ও চামচ ব্যবহার করুন।
আইল্যাশের সুন্দর আকার দিতে: চোখকে আকর্ষণীয় করে তুলতে হলে আইল্যাশকেও সঠিক আকার দেওয়া প্রয়োজন। কার্লড আইল্যাশ পাওয়ার জন্য একটা চামচকে সামান্য গরম করে তার কিনারা দিয়ে আস্তে আস্তে আইল্যাশের উপরে চাপ দিয়ে পিছন থেকে সামনের দিকে আনুন। যতটা কার্লড চান আঙুলের মাধ্যমে ততটা আইল্যাশ বাঁকিয়ে নেবেন এই সময়।
সুন্দর ভ্রু পেতে: এ ক্ষেত্রেও চামচের উল্টো দিক বাইরের দিকে রেখে ভ্রু বরাবর চামচ টাকে ধরুন। চামচের কিনারা পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিন।
পোকা কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে: পোকার কামড়ে অনেক সময় ত্বক ফুলে যায় আর ব্যাথা হয়। হাতের কাছে কোনো ওষুধ না থাকলে চামচ ব্যবহার করতে পারেন। প্রথমে ফ্রিজে রেখে টামচটাকে ঠাণ্ডা করে নিন। চামচের উল্টো দিক দিয়ে ফোলা অংশে চাপ দিন।