ব্রাজিলের অলিম্পিক দলে নেইমার ও কস্তা

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

ব্রাজিলের অলিম্পিক দলে নেইমার ও কস্তা

downloadস্পোর্টস ডেস্ক : অতিরিক্ত বয়সের দুই খেলোয়াড় হিসেবে ব্রাজিলের ২০১৬ অলিম্পিক দলে ডাক পেয়েছেন বার্সেলোনা মহাতারকা নেইমার ও বায়ার্ন মিউনিখ ফুটবলার ডগুলাস কস্তা।

তেইশয়োর্ধ ফুটবলার হিসেবে দলের তৃতীয় মুখ পালমেইরাসের গোলকিপার ফার্নান্দো প্রাস। অলিম্পিক ফুটবল অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের আসর হওয়ায় ব্রাজিল দলে নতুন মুখের ছড়াছড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য নাম সান্তোস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা। গত মাসে জাতীয় দলের অভিষেকেই গোল করেছিলেন তিনি।

কোপা আমেরিকার পর ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হন কার্লোস দুঙ্গা। আর তার স্থলাভিষিক্ত হন তিতে। তবে অলিম্পিকে সেলেসাওদের নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার মিকেল।

ব্রাজিলের চূড়ান্ত অলিম্পিক দল:

গোলকিপার: ফার্নান্দো প্রাস (পালমেইরা) উইলসন (অ্যাটলেটিকো মিনেইরো)

ডিফেন্ডার: মারকুইনহোস (পিএসজি), লুয়ান (ভাস্কো দা গামা), রডরিগো কাইয়ো (সাও পাওলো), জিকা (সান্তোস), উইলিয়াম (ইন্টারন্যাসিওনাল), ডগুলাস সান্তোস (অ্যাটলেটিকো মিনেইরো)।

মিডফিল্ডার: থিয়াগো মেইয়া (সান্তোস), রদ্রিগো দুরার্দো (ইন্টারন্যাসিওনাল), ফ্রেড (শাখতার দোনেস্ক), রাফিনহা (বার্সেলোনা), ফেলিপ এন্ডারসন (লাজিও)

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), ডগুলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), গ্যাব্রিয়েল জেসুস (পালমেইরাস), গ্যাব্রিয়েল বারবোসা (সান্তোস) ও লুয়ান (গ্রেমিও)।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com