সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
নিউজ ডেস্ক :: ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহামেদ মিজারুল কায়েস আর নেই।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে তিনি মারা যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ব্রাসিলিয়াতে তার স্ত্রী ও দুই মেয়ে আছেন। তাদেরসহ মিজারুল কায়েসের মৃতদেহ ঢাকায় ফেরত আনা হবে।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। ১৯৮২ সালের বিসিএস সার্ভিসের কর্মকর্তা মিজারুল কায়েস ২০১৯ সালে পিএলআরএ যাওয়ার কথা ছিল।
সূত্র : বাসস
Design and developed by ওয়েব হোম বিডি