ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরে আতশবাজি নিষিদ্ধ

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরে আতশবাজি নিষিদ্ধ

Baljium

 

সুরমামেইল. আন্তরজাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নতুন বছরের আতশবাজির অনুষ্ঠান বাতিল করা করেছে দেশটির সরকার।

গোয়েন্দাদের দেওয়া ‘সতর্কবার্তার’ প্রেক্ষিতে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিচেল এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ খবর দিয়েছে।

উৎসবের এ সময়ে হামলা চক্রান্তকারী সন্দেহে চলতি সপ্তাহের শুরুতে দুইজনকে আটক করে স্থানীয় পুলিশ। গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই  বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে।

ব্রাসেলসের মেয়র ইভান মায়োর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবিএফকে বলেন, আতশবাজি পুড়িয়ে বর্ষবরণের এই অনুষ্ঠান বেলজিয়ামের বহু বছরের ঐতিহ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমরা এই বৃহস্পতিবার (থার্টিফাস্ট নাইট) উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।

গত বছর লাখোধিক মানুষ ব্রাসেলসে আশতাবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উল্লেখ করে মেয়র বলেন, এই অবস্থায় আসলে সবাইকে তল্লাশি করা সম্ভব নয়। এজন্যই এ কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com