ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৪৪ কেজি গাঁজাসহ মোসলেম উদ্দিন রবিন (২৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে কসবা পুরাতন বাজারে পৌর ভবনের দক্ষিণ পাশ থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে। মোসলেম একই উপজেলার গঙ্গানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে ওই স্থানে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। একসময় ছয় ব্যক্তি মাথায় চটের বস্তা নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাওয়া করে মোসলেমকে আটক করা হলেও বাকি পাঁচজন বস্তা ফেলে পালিয়ে যায়।

ছয়টি চটের বস্তায় ১২টি করে মোট ৭২টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রত্যেক প্যাকেটে দুই কেজি করে গাঁজা রয়েছে। গাঁজাগুলো রাজধানী ঢাকায় নেওয়ার উদ্দেশে কসবা সীমান্ত দিয়ে পাচার করা হয়েছিল। এ ব্যাপারে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com