ব্রিটেনকে বেরিয়ে আসতেই হবে :‌ ওলাদঁ

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৬

ব্রিটেনকে বেরিয়ে আসতেই হবে :‌ ওলাদঁ

আন্তর্জাতিক ডেস্ক : চাইলেও আর ইউরোপীয় ইউনিয়নে থাকতে পারবে না ব্রিটেন। যত দ্রুত সম্ভব তাদের বেরিয়ে যেতে হবে। বললেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাদঁ। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পরই একথা জানালেন তিনি। ফলে নতুন করে গণভোট হলেও ই ইউ-‌তে আর থাকা হবে না ব্রিটেনের। এদিন ওলাদঁ বলেন,‘‌সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। সেটা আর পরিবর্তন করা যাবে না। ব্রিটেনকেই এবার ভালো-‌খারাপ সবকিছুর মোকাবিলা করতে হবে।’ এর আগে গণভোটে ব্রেক্সিটের পক্ষে ৫২ শতাংশ ভোট পড়েছিল।‌ কিন্তু এখন ব্রেক্সিট নিয়ে ফের একবার গণভোটের আবেদন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com