ব্রেস্ট থেকে সিলিকন সরিয়ে ফেলবেন সোফিয়া

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

ব্রেস্ট থেকে সিলিকন সরিয়ে ফেলবেন সোফিয়া

Sofia-1440x564_cবিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের বিতর্কিত অভিনেত্রী এবং মডেল সোফিয়া হায়াত এখন সন্যাস জীবন যাপন করছেন। নিজেকে বলিউড এবং গ্লামার জগতের সকল কর্মকান্ড থেকে সরিয়ে নিয়েছেন।অথচ একসময় আবেদনময়ী রূপ দিয়ে ঝড় তুলেছিলেন শোবিজ অঙ্গনে। কখনো বিকিনি বা কখনো খোলামেলা পোশাক পড়ে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। কিন্তু হুট করেই নিজেকে পরিবর্তন করে মাদার সোফিয়া রূপে সবার সামনে হাজির হন তিনি।

২০১২ সালে ভোগ ইতালিয়া সোফিয়া হায়াতকে ‘কার্ভি আইকন’ খেতাব দিয়েছিল। ২০১৩ সালে এফএইচএম ম্যাগাজিনের জরিপে ‘সেক্সিয়েস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড’ তালিকায় ৮১তম হয়েছিলেন তিনি। বিগ বস ৭-এ অংশগ্রহণকারী ছিলেন সোফিয়া হায়াত। পাশাপাশি ক্যান্ডি ব্রা, আসিফ আজিম, আজাজ খান, বিবেক মিশ্রার সঙ্গে কাজ করেছেন তিনি। বলিউডের অন্যতম আবেদনময়ী মডেল ছিলেন তিনি। ‘বাজি : মেহমান নাওয়াজি কি’ শিরোনামের টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।হঠাৎ তার এমন পরিবর্তনে অবাক হয়েছেন অনেকেই। নিজের এমন পরিবর্তন সম্পর্কে পরবর্তীতে ব্যাখ্যাও দিয়েছেন সোফিয়া। এবার জানালেন অরেকটি তথ্য যা বলিপাড়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিগ বস রিয়েলিটি শো-খ্যাত এ তারকা জানান, মডেল থাকা অবস্থায় ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি। কিন্তু তিনি এখন যে পথ বেছে নিয়েছেন তাতে এগুলোর আর প্রয়োজন নেই। তাই এবার স্তন থেকে সিলিকন সরিয়ে ফেলতে চাইছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com