সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫
বিজ্ঞান লেখক, ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ৮ আসামি ও বিচারক উপস্থিত না থাকায় পরবর্তী শুনানির তারিখ ২০ ডিসেম্বর ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এ তারিখ ধার্য করেন।
সহকারি পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) জানান, আজ বৃহস্পতিবার অনন্ত হত্যা মামলায় সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে শুনানির তারিখ ধার্য্য ছিল। তবে আদালতের বিচারক আনোয়ারুল হক অনুপস্থিত থাকায় হাকিম তৃতীয় আদালতে যায় মামলাটি।
তিনি আরো জানান, অনন্ত হত্যা মামলার ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত পরবর্তী শুনানির তারিখ ২০ ডিসেম্বর ধার্য করেছেন।
প্রসঙ্গত, সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় গত ১২ মে সকালে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আনসার বাংলা-৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। ওই রাতেই অজ্ঞাত চারজনকে আসামি করে অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার ঢাকার সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেয়া হয়।
অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হলো। এর মধ্যে ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর বিরুদ্ধে অনন্ত হত্যায় তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় জামিন পেয়েছেন তিনি। আর কানাই ঘাটের মান্নান রাহি নামের একজন আদালতে খুনের দায় স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি