সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
সুরমা মেইল নিউজ :: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ব্লু–ওয়াটার ও কাজী ম্যানশনের ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন।
দুই ব্যবসায়ীর দোকানের সেলসম্যানদের বিরোধ নিয়ে কথা কাটাকাটি থেকে রোববার রাত ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ক্রেতা ও পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, কাজী ম্যানশনের দুই ব্যবসায়ীর মধ্যে শাহেদ নামের একজনের ব্লু-ওয়াটার মার্কেটে ব্যবসা রয়েছে। কাজী ম্যানশনে তার দোকানের সেলসম্যানের সাথে রাহেল আহমদের দোকানের সেলসম্যানের বিরোধ থেকে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ হয়। শাহেদ তার ব্লু-ওয়াটারের দোকানে গিয়ে তাকে কাজী ম্যানশনে মারধর করা হয়েছে বলে জানালে ব্লু-ওয়াটাররের ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে বেরিয়ে আসেন। এতে দুই মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে জেলা ও মহানগর ব্যবসায়ী নেতৃবৃন্দ, মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উভয় পক্ষের লোকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে পরবর্তীতে উভয় মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান সমিতির সভাপতি চেয়ারম্যান শেখ মখন মিয়া, সাধারণ সম্পাদক হাজী তুরন মিয়া, মহানগর সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, আব্দুর রহমান জামিল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ।
এ ব্যাপারে সিলেটে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ জানান, দুই ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আলোচনার মাধ্যমে তা সমাধান হয়ে গেছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি