বড়দিনে এসএ টিভিতে Celebration ভিন্নধর্মী আয়োজন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

বড়দিনে এসএ টিভিতে Celebration ভিন্নধর্মী আয়োজন

Boro Din

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে এসএ টেলিভিশন Celebration নামে ভিন্নধর্মী ইংলিশ গানের আয়োজন করছে। এতে কয়েকজন জনপ্রিয় শিল্পী গান গাইবেন।

রাতের বেলা আউটডোরে কোনো মনোরম খ্রিস্টান চার্চে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। চারজন তরুণ শিল্পী অনুষ্ঠানে দুইটি করে গান পরিবেশন করেছেন। তারা হলেন মেহরাব, রমা, বুশরা ও নওমি।

অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার রাত ৮টায় প্রচার করা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com