বড়লেখায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৫

বড়লেখায় ছুরিকাঘাতে যুবক খুন

Knife

 

সুরমামেইল ডটকম :: সিলেট মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন। নিহতের নাম রাসেল মিয়া (২৮) সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের গ্রামতলায় এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় শিশুদের খেলা করা নিয়ে স্থানীয় মালিক মিয়া ও রাসেল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক মিয়া উত্তেজিত হয়ে রাসেলকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com