সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
বৃদ্ধা পিতার মৃতদেহ ও ঘাতক ছেলে। বাঁ থেকে (ছবি : সংগৃহীত)
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালে আঘাতে মামুন মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর পালিয়েছেন ঘাতক ছেলে নোমান হোসেন (৩০)।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মামুনের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে গুরুতর আহত হন মামুন মিয়া। স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি