বড়লেখায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে খুন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

বড়লেখায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে খুন

0000000000000000000নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও একই ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আলম (৩৮) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উত্তর শাহপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।

বড়লেখা থানার ওসি মো শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, তিনি সকাল ১১ টার দিকে ইউনিয়ন কার্যালয় থেকে ইউপি সদস্য মাসুক আহমদের সঙ্গে মোটরসাইকেলে করে কুমারসাইল গ্রামে একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজল আহমেদ নামের একজন তাদের পথরোধ করে আবুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে বিক্ষুব্ধ জনতা কাজল আহমদের বাড়ি ও দোকান পুড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com