ভক্তদের হৃদয়ে আসন গড়তে চান সানি

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

ভক্তদের হৃদয়ে আসন গড়তে চান সানি

download-4বিনোদন ডেস্ক :: বালিপাড়ায় ভালোই সময় যাচ্ছে সাবেক ক্যানাডিয়ান পর্ণ স্টার সানি লিওন। সানির অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ‘ওয়ান নাইট স্ট্যাণ্ড’ ছবিটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনি প্রথমবার শাহরুখ খানের সঙ্গে নেচেছেন ‘রাইস’ ছবির জন্য। সব মিলিয়ে তিনি তুঙ্গে আছেন।

সানি ভক্তদের জন্য রয়েছে নতুন আরেক সুখবর। শিগগিরই মিতব্রোস ব্রাদার্সের নতুন একটি আইটেম গানে দেখা যাবে বলিউডের এ বেবীডলকে।

মূলত মিতব্রোস ব্রাদার্স সানির জন্যে বরাবরই আর্শীবাদ হয়ে এসেছে। মিতব্রোসের একজন কর্মকর্তার বরাতে মুম্বাই মিরর জানিয়েছে, বেবীডলের সাফল্যের পর সানির সঙ্গে আর কোনো আইটেম গানের কাজ করা হয়নি। আর তাই দীর্ঘ বিরতির পর সানিকে নিয়ে তাদের আসছে অ্যালবামে একটি আইটেম গান রেখেছে তারা। গানটির নাম দেওয়া হয়েছে ‘চোলি ব্লকবাস্টার’।

নতুন গানটি নিয়ে বেশ আশাবাদি সানি নিজেও। তিনি বলেন, আশা করি নতুন এই গানটি দিয়ে আবারো নতুন করে ভক্তদের হৃদয়ে আসন গড়ে নিতে পারবো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com