ভবিষ্যৎ বলে দেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬

ভবিষ্যৎ বলে দেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে

aaaa

সুরমা মেইল নিউজ : পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীয় স্বার্থেই পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকরার চিন্তা করছে না সরকার। আজ বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেনতিনি।

এ সম্পর্কিত সম্পূরক প্রশ্নে সরকারি দলের আবদুল মান্নান জানতে চান, বাংলাদেশে পাকিস্তান দূতাবাসের এক কর্মীকে আটকের পরপরই পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের একজন নিখোঁজ হয়ে যান। পাকিস্তান দূতাবাসের কর্মীকে ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি কি না?

পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী বলেন, কোনো দেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চললে সম্পর্ক ছিন্ন হয়ে যায় না। যুদ্ধের সময়ও সম্পর্ক বজায় থাকে। আজ পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। আপাতত আমরা সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি না।

সময়কে বিবেচনায় নিতে হবে। জাতীয় স্বার্থ মাথায় রাখতে হবে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করি এবং পদক্ষেপ নিয়ে থাকি। পাকিস্তানের ‌ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। ভবিষ্যৎই বলে দেবে সম্পর্ক কোন দিকে যাবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com