ভাগ্নের হাতে তিন মামা খুন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

ভাগ্নের হাতে তিন মামা খুন

manikgonj
সুরমা মেইল নিউজ : মানিকগঞ্জ জমি ও পাওনা টাকা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ভাগ্নে খুন করলো তার তিন মামাকে। রবিবার সকালে এ খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। নিহতরা হলেন, গোবিন্দল গ্রামের আপন দুই ভাই করিম মোল্লা (৫০) ও টেন্ডুল মোল্লা (৪৫) এবং তাদের চাচাতো ভাই আজিজ মোল্লা (৫০)। এদেরকে দা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এসময় আরও ১০/১২ জন আহত হয় বলে জানা গেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান এই খুনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, আহতদের সিংগাইর ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। খবর পেয়ে মানিকগঞ্জের সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সাংবাদিকদের জানান, ঠিক কেন এবং কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্তে বের হয়ে আসবে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com