সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচীটি পালিত হয়। পরে জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ঠাকুরগাঁও জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আহবায়ক মুরাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহাজাহান লাভলু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গির হোসেন, সমিতির সদস্য হুমায়ুন কবির, আবু তাহের প্রমুখ। এসময় সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মোবাইল কোর্ট এর বিষয়টি রাষ্ট্রীয় একটি নির্দেশনা এবং এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে। কিন্তু এখানে আমাদের দূর্বলতা হলো পরিবেশ অধিদপ্তর থেকে আমরা ছাড়পত্র পাচ্ছিনা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আইনটা একটা কালো আইন। এ আইনটি এমনভাবে করা হয়েছে যেনো কেউ না পায়। যেখানে ৯৯.৯৯ শতাংশ ইটভাটা এ ছাড়পত্র পায়না তাই আমরা ধরে নেবো এটা একটা কালো আইন এবং আমরা ব্যবসায়ীরা হয়রানী হচ্ছি।
পরিবেশ অধিদপ্তরের যে কালো আইনটি রয়েছে তা বাতিল করে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত একটা আইন প্রয়োগ করতে হবে উল্লেখ করে বক্তারা বলেন ইটভাটার মত এ ধরনর ব্যবসা প্রতিষ্ঠানকে কালো আইন প্রয়োগ করে জরিমানা, ভাংচুর বা বন্ধ করে দিলে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্থ হবো। এটার পরিবর্তন করতে হবে।
(সুরমামেইল/এমআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি