ভাবির হাতে ননদ খুন, ট্যাংকির ভেতর থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

ভাবির হাতে ননদ খুন, ট্যাংকির ভেতর থেকে লাশ উদ্ধার

Manual2 Ad Code

6
সুরমা মেইল নিউজ : এবার সিলেটের ফেঞ্চুগঞ্জে আপন ভাবির হাতে ননদ খুন। খুন হওয়া তাহমিনা বেগম উপজেলার পশ্চিম আশিঘর গ্রামের মতই মিয়ার মেয়ে। এ ঘটনায় আপন বড় ভাইয়ের বৌ রুবিনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

জানা যায়, নিহত তাহমিনা (৭) উপজেলার আশিঘর গ্রামের দিনমুজর মতই মিয়ার মেয়ে। আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গতকাল স্কুল ছুটির পর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খবর না পেয়ে সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ের পর তাহমিনার এক বান্ধবীর কাছ থেকে জানা যায়, তাহমিনা স্কুল ছুটির পর পানি খাওয়ার জন্য ভাবি রুবিনা বেগমের বাড়িতে গেছে। তাহমিনার বড় ভাই রুহেল মিয়া স্ত্রী রুবিনা বেগমকে নিয়ে অন্য বাড়িতে বসবাস করেন। রুবিনার কাছে তাহমিনার ব্যাপারে জানতে চাইলে তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকেন। তার ভাবভঙ্গি সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেয়া হয়। সোমবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার বাড়ির টয়লেটের স্ল্যাপ ভাঙা দেখতে পেয়ে ট্যাংকির ভেতর তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় তাহমিনার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তাহমিনার ভাবি রুবিনাকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে থানায় ফিরে পুলিশ। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর মো. আবদুল নাসির বলেন, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে। তাহমিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code