সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬
সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সকে সামনে থেকে নেতৃত্ব দেন জর্জ বেইলি। এবার তার সামনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। টি-টোয়েন্টির ফর্মটা ওয়ানডেতেও ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বেইলি। ইতোমধ্যেই তিনি অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে যোগ দিয়েছেন।
মেলবোর্ন স্টারসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে (৬ জানুয়ারি) বাজেভাবে হারলেও ব্যাট হাতে ৪০ বলে ৫৫ রানের মারকুটে ইনিংস উপহার দেন বেইলি। হোবার্টের হয়ে ৬ ম্যাচে দেড়শ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। বোঝাই যাচ্ছে, ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে বেইলি বলেন, ‘বিগ ব্যাশে রান পেয়েছি। ব্যাট হাতে ধারাবাহিক থাকতে পেরেছি। এটি ভারত সিরিজে বেশ আত্মবিশ্বাস যোগাবে। তবে আমার মাইন্ডসেটে কিছুটা পরিবর্তন আনতে হবে। টি-টোয়েন্টি থেকে ওয়ানডে খেলার জন্য তা জরুরি। বিগ ব্যাশের ফর্মটা ওডিআই সিরিজে ধরে রাখতে চাই।’
পার্থে আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে অজিরা। পাঁচ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১৫, ১৭, ২০ ও ২৩ জানুয়ারি। বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ম্যাচই সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে। ওয়ানডের পর রয়েছে তিন ম্যাচের (২৬, ২৯ ও ৩১ জানুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি