সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৫
সুরমা মেইল, আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ক্যাবল টেলিভিশন অপারেটররা বলছেন সে দেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে মাওবাদী ছোট একটি দল তাদের বাধ্য করেছে। এই দলটি গত রবিবার নেপালে ধর্মঘটের ডাক দিয়েছিল।
ভারতের ৪২টি টিভি চ্যানেল স্যাটেলাইটের মাধ্যমে নেপালে দেখা যেত। ভারতের ‘অঘোষিত অবরোধের’ পর নেপালের মাওবাদী দলটি ভারতীয় সিনেমা এবং টিভি চ্যানেল সে দেশে সম্প্রচারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে।
মাওবাদীরা বলছে, দেশের স্বার্থেই ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে।
নেপালের উপর ভারতের অঘোষিত অবরোধের কারণেই মাওবাদী এই দলটি ভারতের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার সে দেশে বন্ধ করার জন্য ক্যাবল টিভি অপারেটরদের বাধ্য করেছে।
নেপালের উপর কোন ধরনের অঘোষিত অবরোধ চাপিয়ে দেবার বিষয়টি ভারত বরাবরই অস্বীকার করে আসছে। এই অবরোধের কারণে নেপালে জ্বালানী তেল এবং অনেক পণ্যের সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ভারত বলছে নেপালে সংবিধান সংশোধন করে হিন্দু রাষ্ট্র বাতিলের প্রতিবাদে দক্ষিণ নেপালের কিছু গোষ্ঠি এই অবরোধ করেছে।
নেপালের ক্যাবল টিভি এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিবিসিকে জানিয়েছেন ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে।
তিনি বলেন , নেপালের সার্বভৌমত্বে ভারতের ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে টিভি চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরে ভারতীয় চ্যানেলগুলো জনপ্রিয়তা রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি