সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এটাই আমার বাংলাদেশে প্রথম পূজা উদ্যাপন। আমি ঢাকা মহানগরী এবং বাংলাদেশের অন্যসব শহর ও গ্রামের জাঁকজমকপূর্ণ পূজাম-পগুলো দেখে খুব খুশি। ভারত ও বাংলাদেশের জনগণ একসাথে সব অনুষ্ঠান উদ্যাপন করে। অন্য সব অনুষ্ঠানের মতো শারদীয় উৎসবও আমাদের আনন্দ এবং সুখকে আমাদের বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করার সুযোগ প্রদান করে।
তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশী মুক্তিযোদ্ধারা একসাথে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য একসাথে রক্ত দিয়েছিলন ওটা ছিল সব ভারতীয়ের জন্য মহান গর্বের মুহূর্ত। আজ বাংলাদেশ দৃঢ়ভাবে চরমপন্থাকে বর্জন করেছে এবং প্রগতিশীল সমাজ হিসেবে সাফল্য অর্জন করেছে।
ভারতীয় হাইকমিশনার আরো বলেন, আমরা অবশ্যই শান্তিতে এবং সংহতিতে ভাল প্রতিবেশী হিসেবে বাস করব এবং সুসময়ে ও দুঃসময়ে একে অন্যের পাশে থাকব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো আমাদের দুই দেশের মানুষের সুখ-দুঃখের কথা বলে। আপনাদের সোনার বাংলা’র স্বপ্ন আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্যে ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।
এই পবিত্র দুর্গাপূজা উপলক্ষে আমি মা দুর্গার কাছে তাঁর স্বর্গীয় আশীর্বাদের জন্যে প্রার্থনা করি যেন আমাদের দুই দেশের মানুষের জন্যে শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং সাফল্য বয়ে আনে। আমি বাংলাদেশের পূজা উদ্যাপন কমিটিগুলোকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে শারদীয় উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি