সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য ভারত যে চাপ দিচ্ছে তা বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। তারা যেভাবে চাপ সৃষ্টি করতে চায় তা আমাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী ও নিয়মবহির্ভূত।
তিনি আরও বলেছেন, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে রিজভী বলেন, তিস্তা চুক্তির টোপ দিয়ে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শ্রীলঙ্কাও এ ধরনের চুক্তি করেছিল, যার পরিণতি হয়েছে ভয়ানক।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মারতেই এই চুক্তির জন্য ভারত চাপ প্রয়োগ করছে বলে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেঁধেছে। রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত যে প্রতিরক্ষা চুক্তির কথা বলছে তা বাংলাদেশের নাগরিকদের এখন খুবই উদ্বিগ্ন করে তুলেছে। যেখানে বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তরঞ্জিত সীমান্ত, সেখানে ভারত বাংলাদেশের স্বার্থে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করবে এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়।
এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে জনগণ তা সব শক্তি দিয়ে প্রতিহত করবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস’র খবরে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে দুই দেশের মধ্য আলোচনা চলছে। চুক্তির মধ্য থাকবে প্রশিক্ষণ, সামরিক সরঞ্জামাদি বিক্রি, সামরিক সহযোগিতা।
এর বাইরেও বাংলাদেশকে সামরিক সমঝোতায় ৫০ কোটি ডলার পর্যন্ত (লাইন অফ ক্রেডিট) ঋণ দিতে চায় ভারত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার কোটি টাকা। আগামী এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ চুক্তি সই হতে পারে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি